ফৌজদারহাট এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত: উদ্ধার কাজ চলছে

সীতাকুণ্ড প্রতিনিধি

:চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুইটি কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহাতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশিস গুপ্ত। তিনি জানিয়েছেন, ‘ফৌজদারহাট এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রেনের দুইটি কন্টেইনার বগি লাইনচ্যুত হয়েছে। আমরা ঘটনা স্থলে উদ্ধার কর্মী পাঠিয়েছি এবং দ্রুততার সাথে উদ্ধার কাজ চলছে।