বৃহত্তর চট্টগ্রামসহ তিন জেলায় ৭ শিক্ষানবিশ এএসপির পদায়ন

নিজস্ব প্রতিবেদক :

বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার সহ দুই পার্বত্য জেলা যথাক্রমে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতে পদায়ন হয়েছেন শিক্ষানবিশ ৭ সহকারি পুলিশ সুপার।

২৩ আগষ্ট সোমবার পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষানবিশ এই ৭ সহকারি পুলিশ সুপার পদায়ন করেন। সোমবার পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদায়ন করেন।

ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাস্তব প্রশিক্ষণকালীন বদলিকৃত জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনভাবে সমাপ্তির পর তারা পদায়নকৃত কর্মস্থলে যোগ দিবেন। 

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারি পুলিশ কমিশনার হিসেবে আসছেন অতনু চক্রবর্তী এবং আসিফ মাহমুদ গালিব।

অন্যদিকে রাঙামাটিতে সহকারী পুলিশ সুপার (এসএএফ) হয়ে আসছেন মো. আসাদুজ্জামান।

আর খাগড়াছড়িতে ডিএসবির সহকারী পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে চৌধুরী মো. তানভীরকে।

এছাড়া কক্সবাজারে ৮ম এপিবিএনের সহকারী পুলিশ সুপার পদে মো. সোহেল রানা, কক্সবাজারে ১৪ এপিবিএনের সহকারী পুলিশ সুপার পদে আবু হাসান মিয়া, ১৬ এপিবিএনে মো. মঞ্জুরুল ইসলাম, একই দপ্তরে মো. মনিরুল ইসলাম।