বোয়ালখালী প্রতিবেদক :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাতে সড়কের পাশ থেকে মোহাম্মদ শাহীন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি সড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে। তিনি জানান, সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। যুবকের গায়ে লালকালো রঙের চেক শার্ট ও পরনে কালো চেকের লুঙ্গি পড়ানো আছে। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মৃত ওই যুবকের নাম শাহীন। তিনি ৩-৪ মাস আগে ফেনী জেলা থেকে করলডেঙ্গায় আসেন এবং দিনমজুরীর কাজ করতেন। যদিও সঠিক করে যুবকের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ।
পুলিশ বলছে, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, এ মৃত্যুর বিষয়টির ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।