সীতাকুন্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মো. এমদাদুল হক খান সবুজ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানাধীন ভাটিয়ারী সেনানিবাস এলাকা বিএম গেইট এ হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজের বাড়ি মায়মনসিংহের গৌরীপুর উপজেলায়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় এমদাদুল হক খান সবুজ নামের এক পথচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় হাইচ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সবুজ। পরে গাড়ির হেলপার তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।