মিরসরাই প্রতিনিধি :
ঘরের বাইরে বেরিয়ে খেলছিল শিশু ইসমাঈল (৬)। বাড়িতে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তার জুতো ভাসতে দেখে সেখানে খুঁজতে গিয়ে পাওয়া যায় তাকে। কিন্তু খুঁজে পেলেও বাঁচানো যায়নি তাকে।
২৯ আগষ্ট রোববার বিকেলে এমনটাই মর্মান্তিক ঘটনাটি ঘটে মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামটিতে। শিশু ইসমাঈল ওই এলাকার লাল মিয়া সারেং বাড়ির কামরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু জানিয়েছেন, বিকেলে বাইরে খেলাধুলা করছিলো কামরুল ইসলামের শিশু সন্তান ইসমাইল। এমন সময় সবার চোখের আড়ালে পড়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সে। পরে খুঁজে পাওয়া গেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের আত্মীয় মো. রনি জানান, বিকেলে হঠাৎ ইসমাঈলকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার পায়ের জুতা ভাসতে দেখা যায়। এসময় পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।