মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোমিন সওদাগর নামে এক বীর মুক্তিযোদ্ধার নিহত হয়েছেন।
বুধবার ( ১১ মে ) সকাল সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতন্যের হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত বীর মুক্তিযোদ্ধা মোমিন সওদাগর ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৮ নং মসজিদিয়া ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক আত্মীয়ের জানাজা পড়ার জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন। জানাজা শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।
১২ নং খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু জানান, মুক্তিযোদ্ধা মোমিন সওদাঘরের মৃত্যুর খবর জানতে পেরেছি। তিনি মিরসরাইতে ভাড়া বাসায় থাকতেন।
মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম ও ডেপুটি কমান্ডার কামাল পাশা দুঃখ প্রকাশ করে বলেন, নিহত মুক্তিযোদ্ধার মরদেহ নিহতের ভাড়া বাসা মিরসরাই ষ্টেডিয়াম এলাকায় রয়েছে। বিকাল ৪ টায় মিরসরাই স্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নয় দুয়ারিয়ার মসজিদিয়া এলাকায় নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত বীর মুক্তিযোদ্ধার কোন পুত্রসন্তান নেই ৩ কন্যা সন্তান রয়েছে। তারা সকলেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।