রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে ডুবে লোকেশ বৈদ্য ((১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপূর্ব সাহা (১৯) নামে তার অপর বন্ধু নিখোঁজ রয়েছেন। এ সময় দিয়ান সাহা নামে তাদের আরেক বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১মে) বিকাল সাড়ে ৩ টার দিকে কাপ্তাই উপজেলার সীতারঘাট এলাকায় তিন বন্ধু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। নিখোঁজ তরুণকে উদ্ধারে কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবরি দল এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন ,রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতা ঘাটে কর্ণফুলী নদীতে চট্টগ্রাম থেকে ঘুরতে আসা ৬ বন্ধু শখের বসে গোসল করতে নেমে একবন্ধু নদীতে ডুবে মারা গেছে, অন্যজন এখনো নিখোঁজ। তবে ঘাটে থাকা এক মাঝির বাঁশে রক্ষা পেয়েছে বাকী চার বন্ধু, আলোর অভাবে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও সকাল থেকে অভিমান শুরু করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আরও জানান, কর্ণফুলী নদীতে ডুবে মারা যাওয়া তরুণের নাম লোকেশ বৈদ্য, সে শিক্ষার্থী এবং তার পরিবারের সাথে চট্টগ্রামে বসবাস করেতেন। আর নিখোঁজ রয়েছে অপূর্ব সাহা।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, ” চট্টগ্রাম নগর থেকে তাঁরা কাপ্তাইয়ে ঘুরতে এসেছে বলে জানা গেছে। বিকেলে তাঁরা গোসল করতে নামলে নদীতে তলিয়ে যায়। তাদের একজনকে ডুবে যাওয়ার সময় উদ্ধার করা গেলেও দুই জন্য ডুবে যায়। ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দলকে খবর দিলে তাঁরা অভিযান চালান। তারা অভিযান চালিয়ে লোকেশ বৈদ্যর মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজ থাকা অপূর্ব সাহাকে উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত অভিযান চলায়। সন্ধ্যা ৭টায় আলোর অভাবে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়, সকাল থেকে অর্পূব সাহাকে উদ্ধারে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, লোকেশ সাহার মরদেহ পুলিশের কাছে আছে। পরিবারের লোকজন এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শিরা জানান, বুধবার (১১ মে) চট্টগ্রাম থেকে সীতা ঘাটে ঘুরতে আসা ৬ বন্ধু দুপুর তিনটার দিকে শখের বসে কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে সকলে ডুবে যেতে থাকে। তাদের একজন ছাড়া কেও সাঁতার না জানায়, তাদের ডুবে যেতে দেখে ঘাটে থাকা মাঝি বাঁশ বাড়িয়ে দিলে তিন বন্ধু উঠে আসে। আর তাদের মধ্যে সাঁতার জানা বন্ধু ডুবে যাওয়া সময় দিয়ান সাহাকে উদ্ধার করে।
পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদিকে, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল অভিযান চালিয়ে বিকাল পাঁচটার দিকে লোকেশ বৈদ্যের মৃতদেহ উদ্ধার করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালালেও উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ অপূর্ব সাহাকে।
আলোর অভাবে সন্ধ্যা ৭টায় সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল। অপরদিকে, উদ্ধার হওয়া দিয়ান সাহা বর্তমানে সুস্থ আছে এবং লোকেশ বৈদ্যের মরদেহ পরিবারের সদস্যদের কাছে আইনি প্রকৃয়া শেষে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।