রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে বিদেশ ফেরত স্বামী ও তার স্ত্রী দুইজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০ টার দিকে ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুরমাইকুল এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে জানান রাঙ্গুনিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।
তিনি জানিয়েছেন, ‘লালানগরে এক প্রবাসীসহ তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা শুনে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহননকারী প্রবাসী ইসকান্দর তিন-চার দিন আগে বিদেশ থেকে আসেন।
শুক্রবার সন্ধ্যায় স্বামী ও স্ত্রী দুজনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে তাদের এই আত্মহত্যার কারণ জানেন না স্থানীয়রা। তাদের সংসারে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে।