চন্দনাইশ প্রতিবেদক :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে রোগী বহনের অ্যাম্বুলেন্স করে ১২ হাজার পিস নেওয়ার পথে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাত পৌনে তিনটার দিকে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হলেন—মো. মুরসালিন (১৮) ও মো. সাগর (২৪)। মুরসালিনের বাড়ি সিরাজগঞ্জের ছনগাছাতে আর সাগরের বাড়ি আশুলিয়ার ধামসোনায়।
ঘটনার সত্যতা স্বীকার করে দোহাজারী থানার ভারপ্রাপ্ত কমর্কতা মো. নাছির উদ্দীন সরকার জানিয়েছেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।