নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে আহতরা কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত জীবন নিভে গেছে ৪৬ জনের।
বিভীষিকাময় এ দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের কান্না যেন থামছেই না! এমন অবস্থায়উন্নত মানের জেনারেশন এন্টিবায়োটিকসহ বিভিন্ন জরুরী ওষুধ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়েছেন আকরাম হোসেন নামে এক আমেরিকান প্রবাসী।
বৃহস্পতিবার(০৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের কাছে জরুরী এসব ওষুধপত্র হস্তান্তর করেন। পরে ওই হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন তিনি।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আহতদের চিকিৎসা সেবায় প্রবাসী আকরাম হোসেনের দেয়া উন্নতমানের ওষুধগুলো রোগীদের জীবন রক্ষায় অতি জরুরী।
এদিকে আকরাম হোসেন বলেন, এই সংকট মুহূর্তে সকলেরই অসুস্থদের পাশে দাঁড়ানো উচিত। ইঞ্জেকশন এলবুটিন,উন্নতমানের লেটেস্ট জেনারেশন এন্টিবায়োটিক মেরোপেনেম, স্টেরয়েড ইঞ্জেকশন মিথাইল প্রেডনিসোলনসহ ৭ প্রকারের ওষুধ দেয়া হয়েছে।
এতে প্রায় ১ হাজার রোগী সেবা পাবেন। সীতাকুণ্ডে আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। এই পরিস্থিতি মোকাবেলায় দেশের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান আকরাম। গাজীপুর জেলার শ্রীপুরের দমদমা গ্রামের ইসমাইল বাগমারার ছেলে প্রবাসী আকরাম। আমেরিকায় বসবাস করা আকরাম গাজীপুরে গড়ে তুলেছেন বিশাল মৎস্য খামার। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন।