সীতাকুণ্ডে ১০ শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুন্ডে সৈয়দপুর ইউনিয়নে ইউএনও’র হস্তক্ষেপে ১০ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, শুক্রবার দুপুরে ১০ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিলো। বিয়ের আগে স্থানীয়রা আমাকে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই পাঠানো হয় ওই এলাকার ইউপি সদস্যকে।

পরে বর-কনের অবিভাবকের সঙ্গে আলাপ করে তাদের বিয়ে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

এছাড়াও, প্রাপ্ত বয়স্ক হবার পর তাদেরকে বিয়ে দেবার জন্য আমি অবিভাবকদের পরামর্শ দিয়েছি বলে তিনি যোগ করেন।