হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে নিঝুম আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু নিঝুম আক্তার (২) ওই গ্রামের অটোরিকশা চালক রুবেলের মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুচিত্রা চৌধুরী বলেন, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে পরিবারের সদস্যরা আমাদের এখানে আনার পর পরীক্ষা করে দেখা গেছে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা থালা-বাসন পরিস্কার করতে পুকুরে গেলে সঙ্গে শিশুটিও যায়। কাজ শেষে মায়ের সঙ্গে ঘরে ফিরে আসে সে। এসময় মা ঘরে এসে আবারো সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। ওই সময় শিশু নিঝুম বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে নিঝুমকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।