নগর প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়াউর রহমান সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য প্রদান করেছেন উল্লেখ করে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তথ্য প্রতিমন্ত্রীকে এমন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বললেন নেতৃবৃন্দ।
সোমবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির পাঠানো একটি বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।
পাঠানো বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে জিয়াউর রহমান সম্পর্কে জানতে মহান মুক্তিযুদ্ধের সময়ে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ডায়েরি পাঠ করে ইতিহাস জানার অনুরোধ জানান।
বিবৃতিতে বলা হয়, ‘একজন মন্ত্রীর কথা-বার্তায় শালীনতা থাকা বাঞ্ছনীয়। কারণ রাতের আঁধারে তারা ভোট চুরি করে হোক আর লুঠ করে হোক মন্ত্রী হয়ে গেছে। তাঁদের কাছে নতুন প্রজন্মের নাগরিকরা শালীন ও শিষ্টাচার আচরণ দেখতে চায়। বর্তমান সময়ে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে এই সত্যটাই উঠে এসেছে বাংলাদেশে একমাত্র বিএনপিই জনগণের রাজনৈতিক সংগঠন, গণমুখী রাজনৈতিক দল।’