বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের শ্রদ্ধা

নগর প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানু’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মরহুম কাজী ইনামুল হক দানু ভারতের দেরাদুন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ১ নম্বর সেক্টর এ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ পুর্বাঞ্চলীয় জোনের গ্রুপ কমান্ডার ও ছিলেন।

এ দোয়া মাহফিল ও শ্রদ্ধাঞ্জলি অর্পণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য শাখাওয়াত স্বপন, নেছার আহমেদ,নুরুল আনোয়ার, রওশন উদ্দিন, খোকন চন্দ্র তাতী, শেখ নাছির,কাজী রাজেশ ইমরান, তারেক সুলতান, আজিজ উদ্দিন চৌধুরী, সাইফুর রহমান রাজু,ইকবাল ইকরাম শামীম, সরওয়ার খান,কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরোয়ার্দী সরওয়ার, ওয়ার্ড সভাপতি-সাধারন সম্পাদকদের মধ্যে শওকত আলী,আবুল কালাম আবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।