‘দ্য এসোসিয়েশন অফ কোরিয়ানস ইন চিটাগাং’ উদ্দেগ্যে ১৩লক্ষ টাকার ত্রাণ বিতরণ

রুমেন চৌধুরী:

চট্টগ্রামে অ্যাসোসিয়েশন অফ কোরিয়ান আয়োজিত কোরিয়ান উৎসব শেষ করার পরে ২০২৩ সাল আগমনে নববর্ষ উদযাপন উপলক্ষে “আমরা আন্তরিক হৃদয়ে ভাগ করি” স্লোগানে ত্রাণ বিতরণ ও দাতব্য অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করেছে।

শীত মৌসুমে অতি শীতার্ত এলাকা রাঙামাটির গ্রামের অনাথ আশ্রম ও অসহায়দের সাহায্য করার জন্য এই পদক্ষেপ নেয়া হয় বলে এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

৪ঠা জানুয়ারি (বুধবার) “দ্য এসোসিয়েশন অফ কোরিয়ানস ইন চিটাগাং চেয়ারম্যান জিনহিউক পাইক এর তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে এ আয়োজন সম্পন্ন করা হয় ।

এসোসিয়েশনের সদস্যদের মাধ্যমে অনুদানগুলো রাঙামাটি, বেতবুনিয়া ও কাপ্তাইয়ের পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায়দের বিতরণ করা হয়েছে। যার মধ্যে দুইটি এপাব এবং উপলদ্ধি নামে এতিমখানাও রয়েছে।

চট্টগ্রামে অ্যাসোসিয়েশন অব কোরিয়ানদের চেয়ারম্যান মিঃ জিন হাইউক পাইক বলেন, আমরা কোরিয়ানরা অসহায় প্রতিবেশীদের দেখাশোনা অব্যাহত রাখব। তদুপরি, এই বছরটি বাংলাদেশ ও কোরিয়ার জন্য অত্যন্ত বিশেষ অর্থবহ বছর। এটি কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক চুক্তির ৫০ বছর পূর্তির বছরও বটে।

তিনি বলেন, ‘আমি মনে করি, কোরিয়া-বাংলাদেশ অংশীদারিত্বকে উন্নীত করার জন্য ২০২৩ একটি মাইলফলক বছর হবে। তদনুসারে, কোরিয়ান অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য এই বছর আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে এসোসিয়েশনের পক্ষ থেকে।’

অ্যাসোসিয়েশন অফ কোরিয়ান আয়োজনে এটি দ্বিতীয় চ্যারিটি প্রোগ্রাম, এবারের মৌসুমে ১,৩১৮,১৩০/- তের লক্ষ আঠারো হাজার একশত ত্রিশ) টাকা মূল্যের পণ্য বিতরণ করেছে অ্যাসোসিয়েশন অফ কোরিয়ান সংস্থা। এর আগে ২০২২ অর্থ বছরে এসোসিয়েশনের পক্ষ থেকে ১,৩৬২,১৫০/- (তের লক্ষ বাষট্টি হাজার একশত পঞ্চাশ) টাকার পণ্য সরবরাহ করেছে।

চট্টগ্রামে ৩০০টি কোরিয়ান এবং ৫০টি কোরিয়ান কোম্পানি পরিচালিত হচ্ছে এসোসিয়েশনের মাধ্যমে। এর মধ্যে এসোসিয়েশনের পক্ষ থেকে ২০২৩ সালে ৩টি কম্পিউটার, ৩টি ল্যাপটপ, প্রজেক্টর, ফ্রিজ, শীতকালীন জ্যাকেট এবং ৬০০০ কেজি চাল সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। সর্বশেষ রাঙামাটিতে দুটি এতিমখানা ও ৩টি গ্রামে ১৩ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।