শিক্ষা ডেস্ক :
দেশের সব স্কুল-কলেজে ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীরা নিয়মিত ক্লাস করবে।
রবিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, তবে বাকিরা সপ্তাহে এক দিন স্কুলে যাবে। জেএসসি, জেডিসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়া থাকবে। যদি মনে হয়, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তাহলে পরীক্ষাগুলো নেওয়া হবে।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার দুপুরে আন্তমন্ত্রণালয় সভায় বসেন সংশ্লিষ্টরা।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভায় বেশ কয়েকজন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও কয়েকজন সচিব উপস্থিত ছিলেন।